fixed a spelling mistake

This commit is contained in:
Palash Bauri 2023-07-16 11:51:30 +05:30
parent f2d983ae5b
commit 6102e76f3f
1 changed files with 2 additions and 2 deletions

View File

@ -8,7 +8,7 @@ tags = [ "দর্শন", "রাজনীতি",]
আমার মনে হয়না তা ঠিক, আমি সেই মুহূর্তে যে বক্তব্য রাখছি সেগুলো হল একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তখন আমি কোনো দলের সদস্য নই, আমার কাছে তখন সব দলই সমান।
আবার যদি আমি কোনো জায়গায় দলের হয়ে সভা করতে যাই, তখন আমি মুখ্যমন্ত্রী নই, তখন আমি শুধুমাত্র আলুপোস্ত দলের নেতা। আমি আমার দলের হয়ে প্রচার করবো, অন্য পার্টির ভুল ত্রুটি তুলে ধরব, এবং তাত্ত্বিকভাবে দেখতে গেলে সেইখানে আমার বর্তমান সরকারের ভুল কাজের সমালোচনাও করা উচিত, কারণ সেই মুহূর্তে আমি সরকারের কেউ নই। তবে এখানে একটি সূক্ষ্ম সীমারেখার জন্ম হয়, আমি মুখ্যমন্ত্রী হিসাবে কী কী ভালো কাজ করেছি তার ফিরিস্তি দেওয়া কী ঠিক? আমি তো অন্য দলের তুলনায় অতিরিক্ত সুযোগ পাচ্ছি!
আবার যদি আমি কোনো জায়গায় দলের হয়ে সভা করতে যাই, তখন আমি মুখ্যমন্ত্রী নই, তখন আমি শুধুমাত্র আলুপোস্ত দলের নেতা। আমি আমার দলের হয়ে প্রচার করবো, অন্য পার্টির ভুল ত্রুটি তুলে ধরব, এবং তাত্ত্বিকভাবে দেখতে গেলে সেইখানে আমার বর্তমান সরকারের ভুল কাজের সমালোচনাও করা উচিত, কারণ সেই মুহূর্তে আমি সরকারের কেউ নই। তবে এখানে একটি সূক্ষ্ম সীমারেখার জন্ম হয়, আমি মুখ্যমন্ত্রী হিসাবে কী কী ভালো কাজ করেছি তার ফিরিস্তি দেওয়া কী ঠিক? আমি তো অন্য দলের তুলনায় অতিরিক্ত সুযোগ পাচ্ছি!
এই জিনিসগুলো, বর্তমানে সমাজে প্রত্যহ দেখতে পাই, মুলত যেসব রাজনৈতিক দলগুলির নিজস্ত কোনো স্বতন্ত্র আদর্শ নেই, যেমন পশ্চিমবঙ্গের তৃনমূল কংগ্রেস কিংবা দিল্লির আম আদমি পার্টি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা কমিউনিস্ট দলগুলি যেমন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) প্রভৃতি রাজনৈতিক দলগুলির নিজস্ব স্বতন্ত্র আদর্শ ও দর্শন বর্তমান।
@ -77,4 +77,4 @@ means, movement and participation in the lawful electoral process.
এই দলগুলো টিকে আছে কারণ তারা ক্ষমতায় আছে। এদের জন্ম অন্য কোনো দলের "Anti" বা বিপক্ষ হয়ে, যেমন তৃণমূলের জন্ম Anti-সিপিআই(এম) হিসাবে, আম আদমি পার্টির জন্ম Anti-কংগ্রেস-জোট (UPA) হিসাবে।
এই "Anti" দলগুলি তত দিনই টিকবে যতদিন এরা ক্ষমতায় আছে, কারণ তারা যে দলের বিপক্ষ হয়ে ক্ষমতায় এসেছে তারা বর্তমানে ক্ষমতায় নেই অর্থাৎ তাদের কাছে ওই দলের বিরুদ্ধে বলার নতুন কথা আস্তে আস্তে সীমিত হয়ে উঠবে এবং একসময় যখন তারা আর ক্ষমতায় থাকবে না, তারা আস্তে আস্তে হাওয়ায় মিশে যাবে। তবে আদর্শহীন দল মাঝে মাঝে ক্ষমতায় আসা গনতন্রের পক্ষে ভালো তাছাড়া উন্নয়ন বন্ধ হয়ে যাবে, তবে দিন শেষে সেই আদর্শবাদী দলগুলিই টিকে থাকবে।
এই "Anti" দলগুলি তত দিনই টিকবে যতদিন এরা ক্ষমতায় আছে, কারণ তারা যে দলের বিপক্ষ হয়ে ক্ষমতায় এসেছে তারা বর্তমানে ক্ষমতায় নেই অর্থাৎ তাদের কাছে ওই দলের বিরুদ্ধে বলার নতুন কথা আস্তে আস্তে সীমিত হয়ে উঠবে এবং একসময় যখন তারা আর ক্ষমতায় থাকবে না, তারা আস্তে আস্তে হাওয়ায় মিশে যাবে। তবে আদর্শহীন দল মাঝে মাঝে ক্ষমতায় আসা গনতন্রের পক্ষে ভালো তাছাড়া উন্নয়ন বন্ধ হয়ে যাবে, তবে দিন শেষে সেই আদর্শবাদী দলগুলিই টিকে থাকবে।